যীশু ভালবাসি কিযে ভালবাসি,
আমি তোমায় ভালবাসি
তুমি আমার শক্তি, তূমি ছাড়া নাই মুক্তি
আমি তোমাকেই পুঁজি
আমার শক্তি আমার ভালবাসা,
এমন কোনো নামে নাই আশা
পাপী হলেও তিনি দেন দেখা,
কোলে তুলে ক্ষমা করেন পিতা
তিনি এমন পিতা প্রেমময় পিতা,
বেদনায় থাকেন সদা
--------*---------