পাহাড় সরে যাবে
ঝড় থেমে যাবে
মৃত জীবন পাবে
দুঃখ চলে যাবে
হতাশা দূরে রবে
বেদনা থেমে যাবে
যদি ভালোবাসি আমার যীশুকে
যদি ভালোবাসি প্রিয় যীশুকে
পাথরেও ঝর্ণা নামে
মরুতেও তৃস্না মেটে
বিপদেও আসা জাগে
জীবনে সুখ আসে
আনন্দে মন হাসে
নতুন জীবন পেয়ে
যদি ভালোবাসি আমার যীশুকে
যদি ভালোবাসি প্রিয় যীশুকে
--------*---------