যীশু উঠেছেন দেখো পাপীরে করিতে ত্রাণ
১. চেয়ে দেখো কবর-পানে, যীশুর দেহ নাই সেখানে
( শুধু ) বস্ত্রগুলি পোড়ে আছে দূতে করে সাক্ষ্যদান।
২. বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে
(ও ভাই) মৃত্যুঞ্জয়ী যীশু সেই সত্যের, চির প্রমাণ
৩. যীশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গ দুয়ার দিলেন খুলে
(আমরা) যাব, যাব, স্বর্গে যাব, যীশুর রক্তে পেয়ে ত্রান ।
৪. নেচে নেচে, তালে তালে, সবে মিলে বাহু তুলে,
(এখন) জয় যীশু, জয় যীশু বলে, করো তাহার গুনকীতন ।