কি সুখের আশ্বাস - যীশু আমার
আঃ কি গৌরবের
আস্বাদ চমৎকার
অংশীদার ত্রাণের, ক্রিত তাহার,
আত্মতে জাত, রক্তে পরিষ্কার
এই মোর কাহিনী,
এই আমার গান
সারাদিন করি
তার স্তুতি ও গান
পূর্ণ সমর্পণ পূর্ণ উল্লাস,
স্বর্গীয় দর্শন চক্ষে বিকাশ,
উর্ধধাম হইতে আনে দুতগণ,
করুণার ধ্বনি প্রেমের গুঞ্জন
পূর্ণ পরিত্রাণ পূর্ণ বিশ্রাম,
প্রভূতে লিপ্ত সৌভাগ্যবান,
জাগি প্রতীক্ষায় উর্দ্ধে তাকায়,
তার পুণ্যে পূণ্য, প্রেমে হরাই
--------*---------