বিনম্র চিত্তে তোমায় ডাকি প্রভু
বিনম্র চিত্তে তোমায় ডাকি প্রভু
আশ্চর্য তুমি আমার প্রেমিক প্রভু X 2
হাল্লেলুয়াজ X 4
ভগ্ন মোর প্রাণ তুমি করেছো নুতন
রক্ষক হয়েছো সদা করেছো যত্ন
ভেবেছি হীন আমি সদা সঙ্গীহারা
রক্তদানে আপন করে দিশেহারা
বুদ্ধি না কার্যে মোরা তোমার যোগ্য
প্রভু মোর নিবেদনে করেছো আরোগ্য
সান্তনা দানে তোমার তুল্য আর নাই
দাস নহি আমি করলে তোমার ভাই
--------*---------